আমি ভুলে যাবো লাল-রং; যত গল্প-কবিতা
মৃত্যুর পথে পা বাড়াবো; কালো মেঘ লাল হবে
লাল-রঙ্গে মোড়ানো ভালোবাসা পোড়াবে তোমাকে
পুড়তে থাকবো তোমার অস্তিত্বে- ফুটন্ত লোহিত
কনিকা হয়ে; আমি ছড়াবো উত্তাপ তোমার
দেহযন্ত্রের রন্দ্রে রন্দ্রে; তারপর হিরোশিমার মত
বিস্ফোরিত হব তোমাকে নিয়ে। শুরু হবে অসীম যাত্রা
তুমি ভুলে যাবে লাল-রং; যত গল্প-কবিতা। 🌻🖤
~সেনোরিটা 🌻