নীল রঙ ছিল ভীষণ প্রিয়
তাই সব কিছু নীলিয়ে দিল
মনে পড়ে কি সেদিন বলেছিলাম তোমায়?
আজ নীল রং এ মিশে গেছে লাল
আজ রং চিনে নেবার আকাল
নীল বাতাসেও বে-নীল ভেজাল
ভেসে বেড়ায়
আহা হা হা ...
যেতে দাও সে দিনের মত
আহা হা হা ...
পেতে দাও সে দিনের ক্ষত
আহা হা হা ...
নীল শরীরে তোমায় ছোঁব
আহা হা হা ...
নীল সাগরে ভাসিয়ে দেব
আহা হা হা ...
যেখানে সব বেড়া ভেঙে যায়
আহা হা হা ...
সেই দূর পাহাড়ের নীলিমায়
🌻🖤🌻