একদিন ঘুম হইবা? এই যে আমার রক্তজবার লাহান রাইতে আমার ঘুম হইয়া যাইতা । না হয় একদিন আমার মদের গেলাস হইয়া যাও না? বিষন্ন তৃষ্ণায় যাতে তোমার মইধ্যে ঠোঁট লাগাইয়া নেশায় সব ডোবায়া ফেলতাম পারি । একদিন আমার সিগারেট এর ফিল্টার হইতে পারো তো।। মনে করো তোমারে চুমা খাইয়া দুঃখ গুলান আকাশে উড়াইতাম আর দেখতাম । না হয় আমার পকেটের লাইটার টাও তো হইতে পারো । যাতে কইরা সারাদিন তোমারে নিয়ে হাটতাম আর বারবার তোমারে জড়াইয়া ধরতে পারতাম আমার গলার লকেট হইলেও চলবো । সারাদিন বুকের মইধ্যে থাকবা তুমি ।। মাইঝেমইধ্যে আমার বালিশ ও হইতে পারো । বিভৎস না কওয়া দুঃখ গুলান তোমারে কইতে পারতাম তয় । কিন্তু না তুমি তো আমার হইবা না যাতে আমি আর.............🌻🖤 ~~