ডাইরিটা ছুঁড়ে ফেলে দিয়ে। নীল শাড়িতে কথার সুগন্ধিতে এসে বসি সাজানো মঞ্চে। কপালের কালো বিন্দুতে স্থির হয় অপার্থিব সব ভাবনার মায়াজাল। না না স্থির হয় না। কিছু কি আসলেই স্থির হয়? ধুর ছাই এত ভেবে কি হবে।